পাঠশালাতে পেলাম যাহা
পূর্ণতা গাছতলায়
নিজেকে সে পোড়ায় তব
অন্যের প্রাণ বাঁচায়।
গর্ব কভু করে না’কো
ছড়িয়ে উদার সেবা
কষ্ট পেয়ে শিক্ষা দিলো
নিরবতাই সেরা।
তার কোলে রাখলে মাথা
প্রাণ জুড়িয়ে দেয়
এতই তাহার উদারতা
না বিনিময় নেয়।
বুক ছিঁড়ে সে পথ্য যোগায়
ঢাল শুকিয়ে বড়ি
তার কারণে বেঁচে আছি
না থাকলে মরি।