আকাশ হবো তোমায় দেখব বলে
শঙ্খ চিলের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি ফেলে

মেঘ হবো ঐ দূর আকাশের
তোমার সাথে ভিজবো বলে
জামদানি তে মিশে যাব
মৃদু আলিঙ্গনে।