শূন্যতার মাঝে সীমানার বেড়ি
নিরর্থক ছুটে চলার সংকল্প!
ভাবনার নীল আকাশ মেঘাচ্ছন্ন
ঋণের বেড়াজালে ধারস্ত অল্প।
উল্লাসে মাতোয়ারা শকুনের দল
পাগলী রা মা হয় আবোল-তাবল
অনুর্বর জমি আজ দিচ্ছে ফসল!
দায় বাড়ছে তাই হাতিয়ার তোল।
বুঝে করে না কভু এমন কল্পনা
পারে না সাজাতে কোনো আল্পনা
তবু তারা মা হয় ধরণীর বুকে!
ক্ষুধার্ত শিশু কাঁদে আজ শোকে।