আজ কবিতা লিখি বলেই কী
আমি কবি?
নাকি ইসলামের পক্ষে গেলে
আমি জঙ্গিবাদী।
ধর্মের নামে ব্যবসা খুলে কী
আমি ধর্মগুরু?
নাকি শোষণে শোষিত কূলহারা
আমি ভীরু।
ভাষণের পর ভাষণ শুনেই কী
আমি বিমুগ্ধ?
নাকি অধিকার হারায়ে আজ
আমি স্তব্ধ।
তবে বহিঃ জ্বালাতনে দেখব কী
আমি অগ্নিশিখা?
মজলুমের পাশে হতে পারি যেন
আমি চির দিশা।