কবে কখন কোথায় থেকে শুরু
এ পথ চলার; তা অনুমেয় নয়
কবি কিংবা সাহিত্যিক হতে
আগমণ ঘটেনি তা নিশ্চিত।
বদলে যাওয়া পৃথিবীতে
ক্ষণে ক্ষণে বদলাই
শঙ্ক চিল সাদা বক
হিংস্র পশু হই।
আহরণ করি শিরা উপশিরায়
রক্ত কণিকার রং বুঝতে
তাতেই আঁতকে উঁঠি
ভাইরাস দেখে
স্তম্বিত হই!
কলমটা আর স্থির থাকে না; অনবরত চলে
ব্লক বা চিড় স্বাভাবিকতা ব্যহত করে কিনা জানতে
বাধ্য হয়েই ডায়রিটা খুলি আঁকতে করুণ দুর্দশার চিত্র
যা মঞ্চস্ত করতে নয়; চেতনাবোধ জাগ্রত হবে এই আশায়।