কি হবে কবিতা লিখে?
বড় বড় ব্যানারে
স্লোগান আর মিছিলে
মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে।
হবে কি? উচ্চৈস্বরে কথা বলে
মিথ্যে আশার প্রলোবনে
অসহায় নির্বােধ মানুষের
মস্তিষ্ক ধোলাই করে।
অকারণে মানুষ মেরে
শুধুই কথা বলে
যদি অন্তরালের
ক্যানভাস না খোলে।
তাহলে কি লাভ?
মানবতার মুক্তি কর্মেই নিহিত
তবে ব্যর্থ তপস্যায়
কেন মূল্যবান সময় নষ্ট।