পশুত্ব বরণ করা হয়নি
দিকে দিকে পাল তুলিল
দিয়ে নগ্নতার মুখ উস্কানি
আলোর মিছিলে ছায়া দিলো।

দুঃসাহস দেখে বিচলিত নই
বরং তেজোদীপ্ত শিখা ছড়ালো
লন্ড ভন্ড করে সব অজ্ঞতার বই
ধরনীর বুকে নতুন দিশারী জাগলো।

ছায়াঘেরা মাঠ, সোনালী আঁশের পাট
শত বিঘ্রহে অটুট থেকে কভু না ছাড়িলো
কষ্ট নিয়ে পৃথিবী, আমার মত বণে নিরশ কাঠ
তবু স্বপ্নীলতার ছায়া বৃক্ষে একাকি যেন গড়িলো।