ভালোবাসি অর্থটা,
বলে বেরানো বইয়ের মুখস্থ পড়া নয়!
সুগন্ধি, সাজুগুজু, একটু ভালো, একটু চাওয়া...
ভালোবাসা কি,
দিবস উদযাপন ...
তাই কি ভালো বাসা কয়!!

প্রতিনিয়ত,
কেউ না, কেউ কে দেখছি মিলছি,
এমন তো আর জীবন্ত গতিপথ জুড়ে আমি হয়ে উঠিনা,,
প্রতিনিয়ত মেলা বা নববর্ষ বলা পর্যটক কেন্দ্র,
এগুলো উদ্ভিদ বিন্ধু থাকিয়া সিন্ধু সভ্যতা...
ভালোবাসা এগুলো কি করে হয়!!

ভালোবাসি তোমায় প্রেয়সী,
ভালবাসিস হাতে হাত রেখে!!
বিন্ধু থাকি সিন্ধু পারি দিবো,
কদমে কদম চলবো,
ভালো বাসা এক আমি প্রকাশ।
ভালবাসিস নিজের আমি করে!

ভালোবাসি..
জীবন বারংবার গুছাতে যাওয়া,
ভালোবাসি প্রকাশিত করা,
এক জীবন জুড়ে..

ভালোবাসি বলা প্রেমের সখ না,
হাজার মানুষ এর দেখা মিলে,
নিজ আয়না ধর্পনই,
নিজ মমীর গ্রন্থাগার প্রকশনা!

ভালোবাসি জীবন তা,
ভালবাসিস তবুও বারবার..
মায়াদেবী সাহিত্য লতা,
আমি জগৎ প্রকাশনা....