তুই আসবি বলে,
কত হাহাকার...
কত ব্যাকুলতা!
আমি হাড়িয়ে যদি যাই,,
পাবি কি এমন তথা..
ব্যাথিত কথা,
আমি হাড়াইতে চাই না,
নিজের ভিতরেই,
নিজেকে মৃত ঘোষণা করি??
আর মৃত মানুষ কখনো ফিরে না,
অমান্য আমি তথা..
এই তিতু পাতা..
ছায়া লইয়া ছএরাক তুমি..
বংশিক বসিয়াছিস প্রিয়া..
ধিরে ধিরে বংশ বিদি তোর,
ছএরাক রুপি লইয়া,,
বিষ যদি হইয়া পরো,
মৃত ঘোষিত প্রাণ..
সর্বশেষ চুরান্ত তুই,
যার ধারায় মৃত,
আমি ময়দান..