মহোৎসব ধনী লিখিতে যাইতেছি,
এক উল্টো মানুষের জন্মে!
লিখার শুরুটাই রংচটা,
বিস্ময় সূচক প্রাণে।
প্রিয় তুমি ,
এক মুঠো...
স্বপ্ন বিলাসিতা ছিলা!
সাহিত্য লতা বলিয়া,
এক রাজ্যা আল্পিত চর্চা ছিলা।
আমারই বেলা শেষে,
কালন্তি লগ্ন বিশ্রাম ছিলা!
আয়নায় নিজেকেই দেখা,
চিএ কথা মিলে!

যেন এক পদ্মাবতী রচয়িতা আজ!
কবিতা বা ছোট গল্প বলিয়া...
নিজেকে উপহাস্য করিব না !
গুটি বাক্য তো শেষ মিছিল,
হইবে না জোঁনাকিদের জুটে।
লিখি চিত্র গুলো,
বড্ড,
বন্ধ জানালায়..
ছিলো ধুলো কনা জমাট বাদা..
সোশালিস্ট জগৎ ঘেটে!

এগুলো চিএ কোথায় বা দেখিবার মিলে।
তবু আজ বাকা চোখে,
ছুটি মিলিয়াছে..
স্মরণ জুটিয়া প্রদিপ যে আলো,,
কদমে কদমে কি লিখবো!
তাহার তো সমাপ্তি ,
মৃত তরী বলিয়া রইলো..

তৃর্ষনা যেন মিটিবেনা,
এই তরীতে ফুটে।
বারংবার মিলিবার মহো,,
প্রাণীর আর্তনাদ তরী-ভরা চোখে।

কলম ভাংচুর করিবার নয়,
এক আংশিক প্রকাশনা!
উল্টো মানুষ, বিহারি বাবু!
অমৃত যেন প্রাথনা!!