_তোমাকে নিয়ে হাঠবো,
এক শান্ত নিরব রাতে....
_ভুতম পেছা,, কাঠ বিড়ালি...
রইবে সাজানো প্রভাতে...
_ধূমকেতু তোমায় দেখা,
উতলা হওয়ার সাথে...
_তাঁরা ছুটে পরবে,
যেন উৎসব মেলেছে তোমাতে...
_নৌকা দুলবে, নদী তরী খেলবে,
কাশফুল বন পথে...
_তোমার কপালে তাঁরাটা দেখার সাদে,,
জোনাকি আলো ঢাকে,,
_সূর্য চাঁদের উপরে বসা,
_তোমায় নিয়ে হাঠছি আজ,
মহো উৎসব রাতে..
#সাহিত্য_লতা