লিখনির রং ছাড়তে ইচ্ছে করে,
আয়না যেন তুই!
লিখার অবশ্য তুই জুড়ে..
সাহিত্য লতা কেশে ফুল ফুঁটে ওঠে!
অভিনব ধরনী ছুই!!

ডাগর চোখ মেলা,
শতব্দির সাধনা তাই।
আমার গতি জুড়ে!
আমি পাথর এর পথে,
তুই ফুলের চাদরে বিছিয়ে।
শাহজাহান মমতাজ গল্প টাই!!

অপুর্ন্ত তৃপ্তি জুড়ে তোর চাঁদটা আমি!
সুখ না হয় বেলা জুড়ে!
এপার উপর জোয়ার বাটা...
ভালোবাসি..
ভালোবাসি..
সমাপ্তি শুরু,
শেষের প্রাপ্তি জুড়ে ।
সাহিত্য লতা রানী টাই!!