. "পুষ্প লতা"
জীবনের গতিপথ সুন্দর এক নগর,
এক লাইব্রেরিতে বই বিলাসীতা
পরিচয় জুড়ে প্রেয়সী এক রানী!
রাজমুকুট আমার সেথা।
আমি তো জানি না আজ
আমার অধ্যায় জুড়ে, আমি প্রাণী টা কই ??
সাহিত্য লতা!
তোমার পুস্তক ঘিরে, আমারই অধয়ন!
আমার পরিবর্তন ঠাই।
কোথায় প্রাণময় আমি
অতীতটা জুড়ে তো আমি নই!
তোমার অধ্যায় জুড়ে,
আমি কি হতে পারি?
তোমার উপন্যাস,শেষ পত্র
তোমার'ই বিলাসিতা !
এক গতি জুড়ে ক্ষণিক জীবনী-বই।