বড্ড বলতে ইচ্ছে হয়,,
তোকে ঘিরে,
এক গল্প ঘাট লিখা ছিলো .....
বলি আজ তাহলে....
চলতে ফিরতে ময়ুরি তুই!
ঝড়না, বাহারি রুপ...
কুয়াশায় আশ্চর্য শিশির ভেজা,
ঋতুরাজ যেন,
তোকেই নেমেছে খুভ.....
জানা অজানা পথ চলায়,
মহো তে বাসাবো তোকে...
সময় জুড়ে আসিস কখনো,
আপন দুনিয়া দেখাবো তোকে...
গল্পটি এখানেই,
শেষ বলে যেন শুরু...
আবার নতুন করে নিজেকে,
নতুন, চিত্র আমি....
তোকে অমৃত নুর ভেবে,
নিজেকে নেশা গ্রস্থ করা।
অথচো, তোর চলে যাওয়ায়...
নিয়তির এমন,
আছর করেছে!
তোকে খুঁজে পেতে,
যেন নিজেকে এঁকেছি....
ভিতরের অনুভূতি টা,
এমন যেন...
হ্রদয় মাঝারে,
নিজের সামনে...
একটি আয়না ধরেছি...!
খুভ সস্থীর,
প্রশান্তি কর অনুভুতি,,
তোর নেশা থেকে,
যেন নিজেকে লুকিয়েছি....
তোকে জুরে প্রতিটিমুহূর্ত,
কিছুটা এমন ভাবে,
হাড়িয়েছে যেন...
খোদার কুদ্রতি,
ঝমঝম কুপের,
জল পান করেছি....