বর্ষার শুভারম্ভ দৈবাৎ,তোমার সনে দেখা।
বৃষ্টিস্নান্ড তনু, ব্যগ্রতা পূর্ণ দর্শনানেন্দ্রিয়।
কদম হাতে মায়ার দেবতা যেন,
হঠাৎই প্রকট হলো,আমারই সম্মুখে।
এক রাশি অদ্ভুত ভাষার চরণ করেছিস,
ভালোবাসারই প্রকাশিকা ছিলো।
মনে হলো যেন,
আমায় কিছু বলেছিস!!
সরল রেখায় লিপিবদ্ধ যেন,
আমি চিএ সেথা।
অপূন্তা ছিলো শুধু,
আঁখি ভরে,
তোকে দেখতে না পাওয়া।
আর শ্রবণ জুড়ে জুড়ে তোর কণ্ঠ ধনী খোঁজা!!
তুই বলে যাবি,
আমি এক চোখে তাকিয়ে শুনবো,
আর ভালোবাসাবো।
পট কদমের সাথে আমার উপস্থিতি,
তোর রাংঘানো নতুনত্ব জন্মে।
প্রতিটি হাসি,
ডোবা চোখ,
ঋতু খেলবে পাশা।
আমি ভালোবাসি যে তোকে,
বাধিচ্ছে ঘর..
তোর আকাশ সেথা।
ওষ্ঠ হইতে ধ্বনিত অংশিক লিখা!
নৈসর্গিক মায়া গুলো,
তোর আঁখিতে আঁকা।