যাহার আমন্ত্রণে,
আমি তাই,
বিচিত্র দৃশ্যের মধ্যে,
জীবন খুঁজে পাই।
আমি আমন্ত্রণ খুঁজি নাই,
জগৎ ছাড়িয়া ছিলাম।
প্রাণী হিসেবে নিজ প্রতিছবি,
আলপনা এক সময় মৃত্যু গোসিত ছিলাম!!
কারও ডাকে সারা দেয়ার, কল্পিত হই নাই!!
কিন্তু, হঠাৎ কারও প্রাণে নিজ সজীবতা খুঁজে পাই।
যেন আধটু আলোর আভা, আমায় ছুয়েছে।
আমি চিএ টাই!!
এক রমনী আমায়,
মানুষ্য সমাজে জাগিয়েছে।
তাই আবার জীবিত হইবার,
এক রাশি সাধ জোগায়!!
আমি কিছুই বলিবার সাধ্যা রাখি নাই।
আমি শুধু দেখেছি আমাকে!!
উল্টো মানুষ আমি!!
বন্য ঘোড়া চিএ ধারণ,
আমি মানুষ নহি।
বিনোদিনী এক ঋতুর মত,
আমার ঋতুর রানী,
আংশিক আকাশের আমার রংধনু,
আমি প্রাণ টা তথা!!
গলিতে আঁকা কাল্পনিক অস্তিত্ব,
আমার জীবন প্রায়।
লাশ ঘর এর বাহিরের চিএ,
ফিরব সত্যি ভাবি নাই।
দেখছি নিজের প্রতিচ্ছবি,
মায়াদেবী প্রথায়।