মানুষ রংমঞ্চে উপন্যাস সর্নলতা,
ঢেউ খেলে যায়,
স্বপ্ন কারিগর!
আয়না তথা বিলাশিতা..!
মিশে যাবো পূর্ণিমা চাঁদে,
তারা ছুটে প্রান্ত পারি দিবো..
রংধনু মেলেছে ডানা,,
এক প্রান্তে খুনসুটি মেঘ লতা..
কাব্য না হয়,
আয়নায় আমি,
প্রিয় এিনয়ন মহোৎসব..
এক সাহিত্য লতা!