_তোর দুই বেনি করা চুল গুলো,
খুভ অপরুপ সুন্দর ছিলো,মিষ্টি লাগছিলি.. 🥰

_আর বাচ্চা টাকে আমি মেয়েই ভেবে বসেছিলাম প্রথমে,
_যাক,
অনেক দিন পর দেখলাম তোকে।
_হাসিটা ভালো লাগলো তোর...
_অনেক খন ধরে তাকিয়ে ছিলাম।
কিছু বলিনি..
_কারনটা খুভ করে কি বলবো, এতো অপুরুপ মায়ার বর্ননা করা আসলেও সম্ভব না,
আমার পক্ষে...

_যাক,
তোর গলায় এটা স্বর্ণের ধাতব কি এটা?? 🙃

_আচ্ছা জানিস তুই,
তোর প্রতিনিয়ত জন্মানোটা আমার ভালো লাগে।
_আর তুই জানিস,
_ আমার কাছে মানুষের বাহিক সুন্দর্য্য কিছু না।
_তোর ভিতর টা অনেক ভালো,
আর আমি মিশেছি বলেই তোকে ছিনেছি...

_আর তুই আমার থেকে কি বা শুনেছিস,
_কি বলেছি আমি,, আমার খুভ করে জানা নাই..

_কিন্তু, তোর মাঝে নিজেকে দেখতে পাই বলি না,
আসলে আমি নিজেই তুইতে পরিনত হয়ে আছি🥰
_আর তোর বক বক শুনয়ার জন্য,
যত বাহানা আলাদ আমার।🙃

_যাক অন্ততপক্ষে,
তুই সুখি তো আমি অও তাই,
সব কিছু তো আর মানুষের ইচ্ছেতেই হয় না।

_বাকি,
_আমার আররাহমান, আররাহিম, আমার আল্লাহ মালিক।

_ভালোবাসি তোকে,তোকেই বাসবো,
যদি তিনি লিখে থাকেন তাহলে আল্লহামদুল্লিলাহ,
_আর বাকি ফি আমানিল্লাহ্,

_আমি আছি,
তোর আশে পাশেই আছি,
তোর সব কিছুই আমার সহ্য হয়..
_তাই তার কাছেও তার গোলাম তুই,তোকে মাঝেমধ্যেই চাই,
_আধটু খানি ডাকি 🥰

_ভালো বাসাটা সুস্থ থাক আমার তরপ থেকে,
তুই ডাকবি আমায়,
_এই শুরে আছি এক রুপে 🥰
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। 🥰
এক দিন তুই অও বলবি আমায়,
এই মায়ায় থাকি এক রুপে।