জীন সাধনার মত আয়না দর্পন,
হবে নাকি?
দাদা,,
প্রেম নামক চিঠি নেশা,
একটু করিয়া, হাঁসি মাখা,
উৎসব বলিয়া, পাখি পাংখার মেলা...
ভেলাকি পুরাইয়া কথা বলা!

মহো নেশায়,
সৌরজগৎ একবিন্দু তীরে,
থামিয়া যাওয়া!

বাবুইপাখি,চড়ুই পাখির কিচিরমিচির,
আকাশ দেখা,
চাঁদ দেখিয়া তাঁরা গুনা,,
সাহিত্য লেখা,
নিজ পরিবর্তন হইয়া,
অন্য এক প্রান্ত অভিলাষী রুপে,
প্রার্থী হওয়া...

সব কিছুর মাঝে যত্ন পাওয়া!
ভালো খারাপ বলিয়া,
এক বিন্ধু হাসি প্রাথনা ছোয়া।

সব দূরে সরাইয়া দিমু ভাই,
খালি,
জীন সাধনার মত,
আয়না দর্পন চাই...