জীবন মানি আমি না
জীবনের গল্পটা তুমি না,
মিছে মিছি ভাবনা ত্রটি,
হাল নাই, পাল নাই।
উৎরচ্ছ অজস্র ছাই..
আমার আমি কোথায় ..
জীবন ভাবনা মুক্তার!
না বাড় করে, নিবো প্রহর..
নাহি বা জোয়ার বাটা মোহর..
আপন তাহা ভাবি..
আমি বলিতে আমাদের দুয়ার..
আমার চোখোও হাসি।
তবুও প্রশ্নের হাহাকার...
জানিতে পারিনি,
বুঝিতে পারিনি।
অযথা দুনিয়া দারি...
প্রাণ বখশিশ জীবনী আমার...
দিবে না তো,
আমার সাথে পারি...