প্রাণ তব,
মাটিই বিছানা...
ছাদর বুনিয়াছে আকাশ।
ছুটি চলিতে এক স্রষ্টা তব...
কি তব,
মধু বলিয়া অভাব!!
নাই তো কিছু,
নাইবো নাও..
স্রোতের বহিঃপ্রকাশ!
জোয়ার বাটা তো সমুদ্র রাঙিয়া..
স্নায়ুযুদ্ধ প্রভাব!!
বরফ গলা পাহাড় ডিঙিয়া..
কি খুঁজিতে যাই!!
নিজ পরিচয় স্রষ্টার গোলাম..
আদিত্য প্রশংসা,
তব, নিজ আলপনা..
স্রষ্টার গোলামে,
নিজেকে সাজিয়ে পাই...