এক চিঠির মালিক আমি,,
ঠিকানা পরিবার জুড়ে!
সর্গ মরিচিকা,
এই তো আমার...
বাবা মা আর কৌতুহলি আমি।
কস্মিনকাল বাহারি নজর ঘিরে।
বাবার মায়ের মুখের হাঁসি,
এই আমার ভ্রমণ ।
ছোট ভাই বোন গুলোর ইচ্ছে,
আমার এই বিলুপ্ত মন।
কথিত করে এই আমি,
আমার ইচ্ছে পুরন।
এই আছি, এই শেষ!
ইতি বলে স্বপ্ন জুড়ে মরন।