আজ কোন কবিতা বা,
লিখা কিছু পাবো কি!!
আমি আর কবিতা!!
কখনও লিখতাম নাকি!
কবিতা তো আমি লিখি না।
বাচ্চাদের জন্য ছড়া লিখতাম।
ছন্ধ জোরানো...

আর এখন,
বাকি গুলো কবিতা বলে, ভুল হবে।
কবিতা না!!
আমার আকাশ ছোয়া তাঁরা,
চাঁদকে অপমান!
সূর্য নিয়ে বলা!
চাঁদের দাগ মানা!
সবই ছিলো আমি ছাড়া,
স্তব্ধ বোধহয় এই!!!

আমার জন্ম পৃথিবীর বুকে,
আমি সাময়িক উৎসব।
সময় ঘন্টা বাজলেই, ঝরে যাবো।
নিয়ে যাবো কিছু চাই।
খোদার গোলাম হলে, পাবো রাজ্য।
গুনেগার এর জন্য, সাজা সাজানো তাই।

আমি পাপিষ্ঠ কেউ কি না!!
পৃথিবী নাহি বলে।
প্রভুত্ব বিরাজ সময় এর বাহির।
আমার অবস্থান প্রহরে তলে।

তবু দুটি লাইন বলতে ইচ্ছে আজ,
দুটি হাত দোয়াই করে!!
জন্ম কি মৃতু জুড়ে।
ভালো চাইতে ভালোই হোক!
স্রষ্টার বিচার জুড়ে।

শুভ আল্পনায় আঁকা জন্মদিন!!
┏┓。・゚゚・。。゚♡🎈🎈
┃┗┛ 𝐚𝐩𝐩𝐲•°•♡🎁
┃┏┓┃ .  𝐛𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 🧁🍰
┗┛┗┛    🌻

🎂🎈𝙷𝚊𝚙𝚙𝚢 𝙱𝚒𝚛𝚝𝚑𝚍𝚊𝚢.. 🎂🎈
- 𝚃𝚑𝚒𝚜 𝚑𝚊𝚙𝚙𝚢 𝚋𝚒𝚛𝚝𝚑𝚍𝚊𝚢 𝚂𝚝𝚊𝚝𝚞𝚜 𝚒𝚜 𝚜𝚑𝚘𝚛𝚝 𝙱𝚞𝚝 𝚠𝚒𝚜𝚑𝚒𝚗𝚐 𝚢𝚘𝚞 𝚎𝚟𝚎𝚛𝚢𝚝𝚑𝚒𝚗𝚐 𝚝𝚑𝚊𝚝 𝚋𝚛𝚒𝚗𝚐𝚜 𝚢𝚘𝚞 𝚑𝚊𝚙𝚙𝚒𝚗𝚎𝚜𝚜 𝚝𝚘𝚍𝚊𝚢 𝚊𝚗𝚍 𝚊𝚕𝚠𝚊𝚢𝚜... 🍩🎉🎁

- 𝙤𝙣𝙘𝙚 𝙖𝙜𝙖𝙞𝙣 𝙝𝙖𝙥𝙥𝙮 𝙗𝙞𝙧𝙩𝙝𝙙𝙖𝙮 𝙩𝙤 𝙮𝙤𝙪🎂🎀🌹
- 𝙼𝚊𝚗𝚢 𝙼𝚊𝚗𝚢 𝙷𝚊𝚙𝚙𝚢 𝚁𝚎𝚝𝚞𝚛𝚗𝚜 𝙾𝚏 𝚃𝚑𝚎 𝙳𝚊𝚢
- 𝙃𝙖𝙥𝙥𝙮 𝙗𝙞𝙧𝙩𝙝𝙙𝙖𝙮 𝙩𝙤 𝙮𝙤𝙪 𝘿𝙚𝙖𝙧🖤
  𝙻𝚘𝚟𝚎 𝚞 𝚊𝚕𝚠𝚊𝚢𝚜 ❤❤❤
- 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐝𝐚𝐲 𝐢𝐬 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥
📷