আজ কোন কবিতা বা,
লিখা কিছু পাবো কি!!
আমি আর কবিতা!!
কখনও লিখতাম নাকি!
কবিতা তো আমি লিখি না।
বাচ্চাদের জন্য ছড়া লিখতাম।
ছন্ধ জোরানো...
আর এখন,
বাকি গুলো কবিতা বলে, ভুল হবে।
কবিতা না!!
আমার আকাশ ছোয়া তাঁরা,
চাঁদকে অপমান!
সূর্য নিয়ে বলা!
চাঁদের দাগ মানা!
সবই ছিলো আমি ছাড়া,
স্তব্ধ বোধহয় এই!!!
আমার জন্ম পৃথিবীর বুকে,
আমি সাময়িক উৎসব।
সময় ঘন্টা বাজলেই, ঝরে যাবো।
নিয়ে যাবো কিছু চাই।
খোদার গোলাম হলে, পাবো রাজ্য।
গুনেগার এর জন্য, সাজা সাজানো তাই।
আমি পাপিষ্ঠ কেউ কি না!!
পৃথিবী নাহি বলে।
প্রভুত্ব বিরাজ সময় এর বাহির।
আমার অবস্থান প্রহরে তলে।
তবু দুটি লাইন বলতে ইচ্ছে আজ,
দুটি হাত দোয়াই করে!!
জন্ম কি মৃতু জুড়ে।
ভালো চাইতে ভালোই হোক!
স্রষ্টার বিচার জুড়ে।