আমার যে এতো সময় বাকি,
আমি জানতাম না..
আমার যে কিছুই নেই,
তুমি বিহরণ, শুন বুঝতাম না।
পুষ্পরেণু লবণ জল ব্যথিত দাগ মাখা,
আঁখি শুখিয়ে লিখা।
কিছু কিছু কারণে,
পৃথিবী থেমে যায় ...
চলন্ত গতি হারিয়ে যায় ...
থমকে গিয়ে ,
সময় যেন কাটেনা!!
অপুরুপ সূর্য, সোনালী রোদ,
এক বিকেল,
এক চন্দ্র মাখা সন্ধ্যা,
এক রাত , তাঁরা ভরা,
মেঘ বিলাসিতা,
মহাশূন্য খোঁজা আকাশ।
অনেক কিছু দৃষ্টি খুঁজে,,
তুমি নেই বলে,
পৃথিবী থেমে গেছে,
সময়ের কাছে।
তুমি নেই বলে,
গল্প হয়ে গেছি এক চিন্তা মুখর জলে।
আমি আর আমি,
এক আমি বিন্ধু ছাড়া,
তুমি আমার গল্প নও,
গতিপথ দাড়া..