এক সমুদ্র মন্ত্র করেছ তুমি,
আমায় মহারাজ করে!
তব আমি এক শিশির বিন্দু ছিলাম..
কচুর পাতায় বড় করে!!
একুল ছাড়িয়া ঐ কুলে যাই।
উড়ি উতাল জুড়ে।
তোমার ভিতর গতি আমি!
আমার সমুদ্র জুড়ে..
তুমি আমায় বসিবুত করনি..
দাও নি আমায় ঠাই!!
এক বিশাল রাজ্যা দিয়েছে।
যাহার শেষ নাই..
তুমি নামক হীরা মনি!
আমার রাব্বিয়াতুল বায়িত!
আমি মহারাজ বিস্তর সমুদ্র..
তুমি গতিপথ তাই।