বর্তমান টা তোমায় নিয়ে সাজানো,,
এক রাজ্জের প্রাণ,,
দিধা যেতে দিবে কি
এই রাজ্য!
বানাবে কি শ্মশান..
তুমি আমার চাওয়া কম!
দীর্ঘ বচ্ছর ধরে খুঁজে বেড়ানো,
আমার আমি!
পোষ্ঠ করে স্ট্যাম্প শেষ হবে না!!
তুমি এক আমি!
আমি জোড়ালো কন্ঠে বলছি না!
আমায় ফিরে চাও!
খোদা বলেছেন,
তোমাদের আমি জোড়া করে বানিয়েছি!
তুমি যদি সে হও,
দিবেন সময় এ... প্রাণ!
ছন্দে পুরা কাহিনী সমাপ্তি নয়!
লিখাটা রয়েছে জাড়ি!
আমি ভাবছি,
আমি যেন হাড়িয়ে না পরি..
পরিচয় যদি করে বসি আড়ি!!