অপূর্ন্ত সুখি আমি,
জগৎ তাহা,
প্রমাণ...
সিন্ধু থাকিয়া বিন্ধু হাসি ..
প্রেয়সী মৃগনয়নী,
গোধূলি আভা,
জোছনা ধোয়ায়,
সদ্য পএ একমণ..
যুবতী যদি বলিতা,
সিন্ধু থাকিয়া,
বিন্ধু মাএ,
গুটিয়া ফেলিতাম!
বিড়ি সিগারেট না দেখিয়া,
আধটু করিয়া,
বাঁচিত্বে শিখিতাম,,
হুম,,
যুবতির এমন শিল্পায়নে,
অগ্নি গিড়ি ঝরে,
পাথর হইচ্ছে ,,
গল্প কার নীল!
যাক দিধা ভুলিয়া,
ফিরিবা কি জানা নাই,,
অপেক্ষা না হয়,
মরণ ঝাল বুনিয়া,
কদমে শুরুতে,
আমি প্রাণী!
দেখিতে মলিন,
সতেজ হইবো,,
কিন্তু বাস্তবিক পক্ষে,
কতটুকু,
বাঁচ্ছা প্রাণ ,
বাচিঁয়া থাকিব,
মৃত ময়দান এর,
এই আমি নামক খনি...