মেঘ লতায় বেসে যাক,
তোর মন খারাপের পাতা,,
টুপটাপ ফোঁটার ধ্বনিতে লিখা হোক,
তোর হাসি জড়ালো, স্পর্শ জোয়ার বাটা,,
ভিজুক তোর শরীল জুড়ে,,
বৃষ্টি নিরবিচ্ছিন্ন একা!
আকাশ সাদাটে হয়ে উঠেও,,
পরী তুই নেমেছিস তথা!
নগর এর সমস্থ পথে ফুটুক বেলি ফুল।
বৃষ্টির সাথে সারা দেহে;
সৌন্দর্য ঝলমল!
দীর্ঘশ্বাস জানালার কাঁচে,
বৃষ্টির চাট বুক।
পিয়ানো সুরে,
বইছে হাওয়া।
বৃষ্টির টুপটাপ ধ্বনিতে,
বাজাচ্ছ এক টুপুর।
তুই এইবার বাচ্চা সাজে,
পরী আমাদের,,
লক্ষ্মীমণি এক নুপুর।।
হেঁসে ফেল দেখি এবার,
বৃষ্টি নেমেছে তোকে ঘিরে,
একা সাহিত্য লতা,
বাবুই, মিষ্টি, কত নাম দিয়ে বসেছি,
চন্দ্র বিন্দু তুই,
বিনোদনী খুঁজে পাওয়া ,
এক হাসি জুড়ে নুপুর।
কেন তুই মমী রুপি!
মিষ্টি হাড়ানো মোড়।