রংচঙে আঁকা সন্ধিপথে,
ইচ্ছে গুলো যাযাবর ।
লুট-পাট জীবনেরই প্রাপ্তি!
প্রাপ্য আদিখ্যেতা ই ঝর।
মহোৎসবে তোমায় করিব জব্দ !
মঞ্চে আয়োজিত স্বপ্নচারিনীতে ,
এিনয়ন চোখে তুমি হবে সিক্ত।
আর আমি আমি হব ,
প্রাপ্তির অভিলাষী প্রাণী।
বড্ড রঙিন জীবিত লাশটাও!
অসম্পূর্ণ মূলকেই সম্পুর্ণ ইতি।
বিক্রিত পুতুল, ঐতিহ্য বহর,
সবকিছু আজ হারিয়ে ফেলেছে
বিনি সুতোর মালায় গড়ানো হাসি।