কাশফুল বনে নদীর তীরে ফাল তুলিছে,
আকাশ ঝরানো সূর্য কিরণ,
বাতাসে মহোৎসব ধনী!
কাশফুল দুলিয়া ঢেউ খেলিছে,
সাহিত্য লতার উল্লেখ খেতাব!
উল্টো মানুষ নামক আমি!
আমি তো এক মৃত ধরিয়া ছিলাম..
তৃণমূল তৃষ্ণার্ত ঠাই বিহিন,
ছিটকে পরা, সমাজ ছাড়া,
শুখনো চোখু পরিচয় প্রাণী!
কায়নাত বড্ড একাকীত্ব যাহাতে,
অমৃর্ত রটেছ সাহিত্য লতা!
উল্টো মানুষের আয়না চোখ কানে,
প্রাণ ঢালিছে,
সার্বিক নতুন জন্মানো আমি!
সাহিত্য লতার জন্মানো দিবো প্রহর আজ!
মহাদয় বলিয়া দাও,
কি উপহার রচিব আমি!
যাথার্থ্য সে আমার উপহার!
হাসি মুখরোচক দুটি লাইন জুড়িয়া,
কি রটিব আমি!
আল্পনা আঁকা কল্পিত আখ্যানটি,
জগত গতিতে আমায় ফিরিয়ে আনা তিনি!
হাসিতে হাসিতে এই ভাবেই থাকিয়া যাইবো,
একাকীত্ব যাহাতে প্রাণ ঢালছিলি এমনি...
শুভ হোক জন্মানো প্রাতিটি দিন জুড়ে ,
রঙিন গুণ আল্পিত কাহিনী!
. 🅷🅰🅿🅿🆈
🅱🅸🆁🆃🅷🅳🅰🆈
𝓜𝓪𝓷𝔂 𝓜𝓪𝓷𝔂 𝓱𝓪𝓹𝓹𝔂
𝓻𝓮𝓽𝓾𝓻𝓷𝓼 𝓸𝓯 𝓽𝓱𝓮 𝓭𝓪𝔂.