মাঝি ছলছল চোখে তাকিয়ে,
হৃদয়ে জল তরঙ্গ,
তোলে ফিরিতে।
মৃদ নয়নে মহো জুড়ে!
করলা বা নিম পাতা তো,
চাই নি আমি।
চেয়ে ছিলাম মধু....
অন্য থায় মধুসূদন দত্ত কবি,
আপনি কপোতাক্ষ নদ,
কবিতা লিখেছেন,
নদীর প্রতি ফিরিত,
চলে বলে আপনারও
জুটেছিল বঁধু...
সেই বয়স জুড়ে,
ঘণ ঘণ অঝোর বষর্ণে..
নৌকা ডুবে ডুবে চলে!
আমি তো,
নদী নৌকা খেলায়..
হাড়িয়ে নিজেকে....
আমি হতাম প্রদর্শনী!
চাঁদটি নামছে প্রহরে ভেবে,,
বলতাম বড্ড করে এসব,
চাঁদ দেখে সূর্য লুকিয়েছে।
স্মৃতি পাল তোলা,
দক্ষিণা বাতাসে।
তারা গুলো যেন,
জলে নামছে।
নদীর উতাল জল ধরে।
ফিরিত লিখা ছিলো,
এই মহো জুটে।