আজ আমি পাপী,
খানিকটা একা অশ্রু টলটল অন্ধত্ব লালন করে।
মেলা জুড়ে না তার ওপারে...
সাদা মাটা আমায় নগ্নতায় লালিত করে।
তার উৎসব জুড়ে....
পিতল ফিটিয়ে রুপোলী খাঞ্জার জুড়ে।
আজ আমি পাপী,
লালিত এক সাধা মাটা প্রাণ ছিলাম।
সুস্পষ্ট সুস্থ হাঁসি জুড়ে....
জীবিত ছিলাম।
জনহিতকর প্রাণীর বিচরণে...
অজ্ঞাত ছিলাম।
স্রোতহীন জীবনে বৈঠা প্রকাশিত মোর।
আজ আমি পাপী,
সমাজ নামক জংগলের...
পরিচয় জুড়ে।
অসমাপ্ত বর্নহীন হারানো গল্পের মোরে।
ইতি বলে পুনরায় ফিরব...
সত্যি ললাটে পুরে।
আমি পাপী আমার পাপের প্রতিফল বড়ে।