আমার কবিতায় পানফুল ফোটা গল্প আছে
পাখির বাসা খোঁজা শৈশব আছে
আছে দুর্ভিক্ষের অশেষ চিহ্ন
শূন্য পকেটে শিমুল ছায়ায়
বৃত্তাকার জীবনের সংগীত প্রান্ত
তরঙ্গ সমারোহে মাছরাঙা পাখির বিশ্বস্ত নদ পরিচিতি
আছে কোলাহলমুখর চলন বিলের শাপলা তোলা দুপুর স্মৃতি।
আমার কবিতা গারো পাহাড়ের গেরস্ত রাজ্য
নিভৃতচারী পেরিয়ে যাওয়া ফসলের মাঠ
বিচিত্র মোড়কে বাঁধানো অপাঠ্য সন্ধ্যা বেলা
এ পাড়ার দেওয়ানী বাড়ীর রুচির নিখুঁত সংগ্রাম।