কী সুমধুর বাদলের সুর
ঝরঝর বহে বরিষাণ,
হৃদয় দোলে ধ্বনি উথলে
কণ্ঠের তাই হ’ল গান।
আকাশ নিলয় মেঘে ঘনঘনি
ডানা মেলে সন্ধ্যার ধারা,
ঘরে একেলা, কাঁদে বসে নির্ঝরিণী
পড়ন্ত বিকেল টার আনন্দ হারা।
তুমি এলে, বেনির খোঁপা খুলে
বাতাসে ভেজা চুলের ঘ্রাণ;
আমি গুন গুন গাই মেঘ পানে চাই
যেন নাই হ’লে বাদলের অবসান।