সন্ধ্যা কাতে স্রোতের পথে চোখের নজর কাড়ে,
আন-মনে সে আমায় দ্যাখে মনের কালো বাড়ে।
পীড়ায় পোড়ে, বকুল ঝরে, মেঘের চোখে শ্রাবণ;
সোনায় গাঁথা স্মৃতির ব্যথা তার নয়নের চাহন।
হিয়ায় তখন আপন মতন রাতের আবেশ ছড়ায়,
চাঁদও ওমন তোমার মতন কোথায় যে সে হারায়।
রাতের কালে ভাটার কূলে নাই-রে বাতাস ব’লে,
মাছ গুলে সব নূতন জলে ঢেউ খেলা খ্যালে।
আমার ঘরে জানলা ভরে জোছনা কি আর আসে,
ঘরের আলো ছলাত-ছলে তাই সে হিয়া ভাসে।
ভুবন পাড়ায় স্রোতের ধারা, বর্ষা মনের বান;
আয় সখী-রে ভাটার চরে যা-রে করে স্নান।