একটি জীবন
একটি সমাজ
একটি জাতি-ধর্ম-বর্ণ--
তোমরা কি সব সৃষ্টি গুণে ধন্য
না কি ভিন্ন জনের
ভিন্ন মানের
ভিন্ন মোবাইল পণ্য।
তোমরা যদি জানতে না যাও-
দাসত্ব-কে মানতে না চাও
তোমাদের-ই সৃষ্টি কি তার অন্য।
ধন্য প্রভু ধন্য-
তুমিই সেরা
তোমার সকল সৃষ্টি
সবার জন্য।