আ-হ্-
বেদনা তোমার-
শেষ বলে কিছু নেই,
আছে পালা বদলের প্রতীক্ষা।
মনের রঙ তুলিতে আঁকা-
জীবনের তৃতীয় বিন্দুটা পড়ে থাকে অজানায়,
ভাবনার অন্তরালে যাকে খুঁজে পাওয়া দায়।
অজানা ভুল টুকু অচেনা বাঁকে
শেকড় গজায় কেল্লা-মুথার ঝাঁকে
চৈতালী মাটি ভেজা সুবাস ছড়ায়
দিনের আলোয় দেখা তো না যায়
পোড়া হৃদয়ের স্বপ্ন-শাখায়
অগ্নি উৎপাতে বসে বসে থাকে।
একদিন খুঁজে পাই তাকে
বড় সংকট রূপে, বড় হতাশায়,
বড় বিষণ্ণতা ঘেরা মেঘের পাড়ায়।
রাতে আকাশে-
নক্ষত্রের জ্যোতি ধারায়।