রাত্রি সে নির্জন
আমি তখন-
নদীর কিনারায় বসে,
নিশ্চুপ-চার ধার নিজ্‌ঝুম
একা একা, নির্ঘুম-
আধ চাঁদ তারার জোছনা আধারে ধ্বসে।

বসে আছি এই পাড়ে,
আলমের নর বরে বাঁশের সাঁকোর শেষে।
ঐ পারে বাইক গুলো আসে
এসে এসে থমকে দাঁড়ায়,
গতি রোধ-লাল বাতি জ্বালায়,
কটমট খটখট শব্দে ভাঙ্গা মাচা কাঁদে।

কে শোনে খলপার কান্না
“আমাকে নিঃসঙ্গ করো না,
ভেঙ্গে দিও না আলেয়ার কোলাহল”,

নিষ্ঠুর লালসার আদর,
নীরবতা-নিথর নীলাম্বর
হাই তোলে জল
তরঙ্গ বিছায় আঁচল।