ছিন্ন কুটিরে-
বাঁচি-মরি, তড়িঘড়ি
খেয়া তরী সংসার চরে।

চাঁদের আলো নয় সে রোদেল তেজে,
রাতের আঁধার-
ভালো লাগার জোছনা সবাই খোঁজে,
তোমার মতো কেউ কি আছে আর।

তোমার মতো কেউ কি আপন হয় ?
অবিশ্বাস্য বন্ধু আছে আমার,
তোমার মতো আর যেন কেউ নয়।