পদ্মা-রে তোর এ কূল ও কূল ধু-ধু নীলাচল,
প্রখর ধারায় অকূল ধেয়ে গড়ায় অথই জল।
স্বপন দেখি তোর বুকের এ উথাল ঢেউয়ে ঢেউয়ে,
তীর ভাঙ্গা সব মাল্লার রব আনব বিজয় বেয়ে।
একে একে অঢেল বলে উজান যাওয়ার বেলা,
রোদেল সুরুজ নিবে গেলে ঝড়ো মেঘের মেলা।
সবাই দোলে ঢেউয়ের তালে ধরলা নদীর গান,
উজান বায়ে যাও-রে মাঝি উড়াও বিজয় নিশান।