ঐ পথ থেকে সরে এসো তুমি, বলো আসবে তো ?
মানবতা কাঁদে, কত মায়া ভরা এ জীবন
এই মন, এই ক্ষণ, এ ভুবন প্রতীক্ষিত স্বরূপ যখন
প্রলুব্ধ বিশ্বাস ঘাতক বেবিচার কলঙ্কে কলঙ্কিত
তোমায় নিয়ে প্রশ্ন গুলো বার বার তোলা যায়।
অন্ধত্ব, নির্দয় গ্লানি নিতান্তই বড় অসহায়
বলা যায়, অচেনা পৃথিবী তো নয়, জানই তো-
উদয়ের রঞ্জিত সূর্য আর অস্তমিত দুই অনন্ত
মেঘের জল আর ঝর্ণা ধারার গন্তব্য পৃথিবী, তুমি দেখবে
কোন সুখ যদি নাই পাও তবুও খুব শান্তিতে বাঁচবে।