বীর গর্বে বিপ্লবে বিপ্লবে
পদ্মার খুর ধারে,
দ্রোহের মিছিলে রক্তাক্ত শরীর
কাল রাত্তির আঁধারে।
অকুতোভয় কণ্ঠের ধ্বনি
একুশে করেছে হুংকার,
বাংলার তরে বাঙালি প্রাণ
তারুণ্যে জেগেছে বার বার।
অনিবার পথে চেতনার স্রোতে
রঞ্জিত বুকে করি স্মৃতি চার;
তুমি চলে গেছ, আমি চলে যাবো-
এক দিন আর কেউ আসবে আবার।
মোম বাতি জ্বেলে শিখা ধরে মেলে
জ্বলে উঠে আলোকের চিত্তে¡;
ঢেউয়ে ঢেউয়ে বাই ঝলমল প্রীতি টাই
সোনায় মোড়ানো স্মৃতি সঞ্চারিতে।
ছিন্ন কুটিঃ ০৮/০৮/২০২৪ ইং