কেন যে তুই বারে বারে ডাকিস তারে আয়,
ঝড়ের দিনে ঘরের বাহির কে বাড়ায় ?
এতো সময় কার হ’লে সে-
সদয় প্রদীপ কে জ্বালায়।

উনপাঁজুরে চার দেয়ালে ঠেসে
উনুন পাড়ের গল্প কথায় ভেসে,
ঘর ছাড়ারা- বনে-বাদারে বসে শাখায় শাখায়,
তাল হারা সব ঝড়ের দোলায় শির দোলায়।

রোদের পোড়া বিষাণ চাষা বলে-
ঝড়ের কালে কলা পাতার ছাউনি ধরে মাথায়,
জল আর কাদায় মিশে সবাই মিলে
মাটির মায়ায় সবুজ ছায়ার দীপ জ্বালায়।