সাজ ঘরের আয়নাতে দাঁড়ে দাঁড়ে
আমি নিজের মত করে নিজেকেই দেখি বারে বারে।
ঘুরে ফিরে দেখি সেই চোখ সেই মুখ
সেই ভ্রু গোঁফ-দাড়ি তোমার’ই চেতনার মতন
পোশাকে-আশাকে যখন কুড়াতে যাই তোমারই সুখ
গুরু-আমি যেন তুমি হতে পারি না তখন।

পারিনা রংধনুর মত কবিতার সব কথা সাজাতে
দিনভর রাতভর না ঘুমায়ে পৃথিবীকে জাগাতে
তবে বিনয়ে ঝরা হৃদয়ের আকুতিটা থেমে নাই
আমি যদি কোন দিন তুমি হতে পাই।