আলোক সজ্জায় সজ্জিত বিয়ে বাড়ী
রঙ্গীন প্রহরে জ্বলে ওঠা মন,
নিভে যাওয়া মুহূর্ত তোমার অবসন্ন মুখ
হারিয়ে যাবার চিহ্ন চোখে কিছুক্ষণ।
তখনো তুমি হাত ধরোনি অন্য কারো
ইতস্ততা নেই কোন কপালের ভাঁজে।
তীর্যক দুপুরে রংধনু দেখেছি আকাশের গায়
মেঘ গুলো কেঁদেছিলো জানালার পাশে।
এখন তারা ভরা রাত, ঝিলমিল বাতি-
তোমার ঘরের চার দেয়ালে রঙ্গীন আলো হাসে।