ভাঙতে ভাঙতে রোদের সিঁড়ি গুলো
কখন যে খাদের কিনারে এসে দাঁড়াই
অপার সমুদ্র সৈকত অতল অন্ধকার কূপে
আর বুঝি আগাবার কোন স্থল নাই।
পায়ের তলায় দেখি তলানির অন্ধত্ব যুগ
ওপরে তাকালে ছোট ছোট ছিদ্রের আলো
পাতার ডানায় শেকড়ের স্বর্গীয় রসটুকু
রক্তাক্ত যুবকের বুক পাতা ভরসায় ছিলো।
মেঘের বরফ ভাঙ্গা ধোঁয়াশার ভুবন
জীবন কুয়াশার মত
উড়ে চলা এক অজানা গহ্বরে
অসীম তুমি নীল সমুন্দর পথ।