আকাশে ঘন মেঘ মালা-
টলমল নদী ভরা জল,
বাতাসে মহুয়ার ঘ্রাণ-
লাবণ্যময় সবুজ-শতদলে।
“রাতের পৃথিবী”, প্রেয়সীর মুখ
যতদূর মন চায় হাঁটি,
ঘুরে ঘুরে দেখি শোভা তার
লালসার জিভে যারে চাটি।
ভালো লাগার জানালা আমার-
খুলে দেই বাতাসের কূলে,
উজানের ঢেউ হ’লে উতলা আবার-
জোয়ারের বাতাসের পরশে জ্বলে।