আমাকে মুক্ত করো,
বন্দী যে নাটায়ের ডাঁটে;
কণ্ঠ টা খুব জোরে ফোটে না
হাত-পা সব বাঁধা পেঁচোয়ার বাঁটে।

সে নাড়ায় আমি নড়ি
হেলে দুলে দেই তাল বাজনার;
মাতালেরও নেশা হয়-
প্রহরী খুলে ধরে তলোয়ার।

সে হাসে সে কাঁদে
আমি করি অভিনয় অবিকল;
আয়নাতে মুখ দেখি-
আমার চোখে নাই নয়নের জল।

বসন-ভূষণে আমি দেব দাস
বাদশাহ্ নবাব সিরাজ বড় দিল্‌দার;
কখনও বা সেনাপতি যুদ্ধের
কখনও বা হংসের খুর ধার।

এ সবই তার’ই ধুম
আমি যার কোন সুখ পাই না;
ইশারায় নেচে যাই, শোন ভাই
আর আমি নাচের পুতুল হতে চাই না।