যখন আমি কোথায় যেন ছিলেম-রে,
ছিলেম যেন আঁধার করা
প্রাচীর ঘেরা আঁধার ভরা
আঁধারের’ই অতল আয়না ঘরে।
যখন আমি নূতন ভূমি পেলেম-রে
নূতন সুখের মিল মেলায়
হারিয়ে যাওয়া দুঃখ বেলায়
আশ পড়শী সবাই সে আসরে।
বীভৎসতার ভয়াল নদী, নয়ন জলাধারে,
কণ্ঠ স্বরে ঘৃণা;
পূর্ণিমা চাঁদ, জোছনা স্রোতের পাড়ে
রাতের আঁধার আমায় দ্যাখে না।
আমি দেখি রক্ত মাখা সবুজ পাতা
হাসনাহেনার সুবাস,
দু’চোখ বুজে দীঘল শ্বাসে প্রাণ ভরে নেই
প্রশান্তির এক নিশ্বাস।