আমি নজরুল নই, আমি নই রবী,
মহাবিশ্বের আমি নই মহাকবি ;
মহাজগতের আমি এক মহা প্রাণ
আমি চিনি ঈশ্বর, চিনি ভগবান।
আমি সৃষ্টির সেরা জানি আপনা;
জানি বিধাতার মৌন-বাসনা।
জানি জগতের সেই সব গৌরব ইতিহাস,
জানি প্রাণের কণ্ঠস্বরে জাগে কী পিয়াস।
জগতের শুরু আমি দেখেছি,
শেষ প্রান্ত টুকুও মনে রেখেছি ;
আমি ঐ পথে পথ চলে এ বেলা-
খেলেছিতো জীবনের সে খেলা।
আমি উদ্ধত গতি-বেগে বেঁধেছি স্বপন,
সুন্দরে করি আরও সুন্দর আয়োজন,
আমি ওপার স্বর্গের আল্পনা স্মরি-
এপারে সাজাই সুখ ‘স্বপ্ন পুরী’।
আমি বার বার জন্ম নেই প্রাণের ভীরে,
দেহ-মন সপে দেই মৃত্যুরে।
আমি বার বার আসি মহা আসমানহতে;
নিঃশ্বাসে নিঃশ্বাসে দেখি ধ্বংসের কেয়ামতে।
-উড়ো চিঠি